জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল-শিখুন গল্পে গল্পে সাথে 1100+ Exercise

  • জাভাস্ক্রিপ্ট পরিচিতি-Introduction to JavaScript
  • প্রোগ্রামিং শুরু করতে কতটুকু গণিত লাগে?
  • প্রোগ্রামিং শুরু করতে কতটুকু ইংরেজি জানা লাগে?
  • ভালো প্রোগ্রামার কিভাবে হবো? [+৭টি গুরুত্বপূর্ণ টিপস]
  • map কইরা দেন ভাই
  • every লিটনের some flat
  • Reduce করে একটা করে দাও (advanced)
  • চট করে Sort কর
  • উল্টাপথের reverse
  • নাইস নাইস slice splice

উল্টাপথের reverse 


তোর কাছে names নামের একটা অ্যারে আছে এবং তুই এটাকে উল্টাতে চাস। উল্টানো মানে রিভার্স করতে চাস। অর্থাৎ যে একদম শেষে আছে, সে সবার আগে আসবে। আবার যে সবার আগে আছে, সে সবার শেষে যাবে। এইভাবে উল্টে যাবে এমন একটা বিষয়। এইটা করার জন্য জাস্ট অ্যারের নাম, এরপর ডট চিহ্ন দিয়ে reverse লিখে দুইটা ব্র্যাকেট দিয়ে দিবি। ব্যস কাজ শেষ। 


  const names = ['Alice', 'Bob', 'Charlie', 'David'];
  names.reverse();
  console.log(names);

Output: ['David', 'Charlie', 'Bob', 'Alice']


সেইম সিস্টেমে তুই চাইলে সংখ্যার একটা অ্যারেকেও রিভার্স করতে পারবি। কোনো ভেজাল নাই। 


  const numbers = [10, 20, 30, 40, 50];
  numbers.reverse();
  console.log(numbers);

Output: [50, 40, 30, 20, 10]


Practice:

  1. একটা names array দিয়ে নামগুলো reverse করে দেখ: const names = ['Zara', 'Tariq', 'Amir', 'Lina'];
  2. numbers-এর array দিয়েও reverse কর: const numbers = [1, 4, 9, 7];
  3. অবজেক্টওয়ালা অ্যারেকে reverse কর: const users = [{name: 'Ali', age: 30}, {name: 'Sara', age: 25}, {name: 'Tariq', age: 35}];





Previous PageNext Page