শুধু JavaScript & React জানলেই হবে না-
এখন সময় AI-Driven Full-Stack Developer হওয়ার !

এই বুটক্যাম্পটি সিরিয়াসলি করলে আপনি হয়ে উঠবেন Industry-Ready ডেভেলপার । TypeScript, Node, Express, Golang, Next.js, PostgreSQL, Prisma, Docker, Nginx এবং AI সহ সব ডিমান্ডেবল টেকনোলজি শেখার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন।

এনরোলমেন্ট শুরু

এনরোলমেন্ট শেষ

কোর্স ফি

6500 BDT

কেন Next Level ক্যারিয়ার ট্রান্সফর্মেশনবুটক্যাম্প?
banner-thumbnailvideo-play
Next Level বুটক্যাম্পে স্পেশাল কী কী থাকছে?

২টি Industry-Standard প্রজেক্ট + AI Integration

হাতে-কলমে শিখুন কিভাবে Requirement Analysis, ER Diagram, API Design, Architectural Decision ইত্যাদি প্রোপারভাবে প্ল্যান করে প্রজেক্ট রেডি করতে হয়। পাশাপাশি, প্রজেক্টে থাকবে AI Integration, যা শিখলে আজকের জব মার্কেটে আপনাকে আলাদা করে তুলবে

Premium Job Placement Support

শুধু স্কিল শেখলেই হবে না, শেখা স্কিল ব্যবহার করে জবে ল্যান্ড করতেই হবে। আমাদের Job Placement টিম আপনাকে Resume থেকে Mock Interview পর্যন্ত হাতে ধরে গাইড করবে। English Club, CV/Resume, LinkedIn, Portfolio Build, Mock Sessions এবং আরও গুরুত্বপূর্ণ সেশনের মাধ্যমে আপনার ক্যারিয়ার হবে সম্পূর্ণ Next Level!

High-Demand Reward Courses

যারা অনটাইমে কোর্স সম্পন্ন করবেন, তাদের জন্য থাকবে AWS, Testing এবং Software Engineering Mindset-এর উপর ক্রাশ কোর্স, যা আপনাকে জব মার্কেটে আরও Competitive করে তুলবে।

National & International Placement

আমাদের শিক্ষার্থীদের মধ্যে ৭০% Nationally এবং ৩০% Internationally সফলভাবে চাকরি পেয়েছেন। আপনার যদি dedication থাকে এবং আমাদের বুটক্যাম্প কমপ্লিট করেন, এই সুযোগ আপনারও হতে পারে।

আমাদের শিক্ষার্থীদের Success রেকর্ড

Local এবং Global মিলে 230+ কোম্পানিতে আমাদের শিক্ষার্থীরা সফলভাবে কাজ করছে।
আজকে যারা সেখানে কাজ করছে, তারা একসময় আপনার মতোই ছিল, এবার আপনার পালা Next One হওয়ার।

70%

Full-Time Employment

আমাদের শিক্ষার্থীদের ৭০% বর্তমানে সফলভাবে ফুল-টাইম জবে কর্মরত।

22+

Countries

বাংলাদেশ ছাড়িয়ে ২২টিরও বেশি দেশে আমাদের গ্র্যাজুয়েটরা ক্যারিয়ার গড়েছেন।

230+

Companies

২৩০টিরও বেশি কোম্পানিতে আমাদের শিক্ষার্থীরা কাজ করছেন।

আমাদের Next Level হিরোদের সফলতার গল্প
Zulkar Naeem Rabby

Zulkar Naeem Rabby

Back End Developer

Sparktech Agency

L1:Batch-8
L2:Batch-4

আলহামদুলিল্লাহ, অনেক ভালো প্রভাব পড়েছে। প্রোজেক্টগুলো অনেক সাহায্য করেছে। ফুল-স্ট্যাক নিয়ে ভালো ধারণা হয়েছে, বিশেষ করে ব্যাকএন্ড অনেক শক্তিশালী হয়েছে।

Al Murad Uzzaman

Al Murad Uzzaman

Web Application Developer

Themefisher

L1:Batch-7
L2:Batch-3

কোর্সের প্রজেক্টগুলো করতে গিয়ে রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স পেয়েছি। মেন্টরদের সাপোর্ট ছিল অসাধারণ। সবচেয়ে বড় কথা, এখন নিজে নিজে যেকোনো প্রজেক্ট করার আত্মবিশ্বাস অর্জন করেছি।

Tonmoy Talukder

Tonmoy Talukder

Software Engineer

Worldtech Software Limited

L1:Batch-4
L2:Batch-3

এক কথায় অসাধারণ। দীর্ঘ ৭/৮ মাস ধরে একই রকম গতিতে কোড করে যাওয়া, ইন্ডাস্ট্রি লেভেলের ওয়ার্ক প্রেশার, ইন্ডাস্ট্রি গ্রেডেড প্রজেক্ট রিকুয়ারমেন্ট, সব কিছু নিয়ে পুরো প্যাকেজটি একজন ফ্রেশ গ্রাজুয়েটের জন্য জব পাওয়ার পূর্বের স্টেজের জন্য একেবারে পারফেক্ট।

Asif Rezwan Kabir

Asif Rezwan Kabir

Senior Software Engineer

RedDot Digital Limited

L1:Batch-2
L2:Batch-3

Next Level Web Development Course was an amazing addition to my career. Through this course, I was able to familiarize myself with writing re-usable, modular code and learnt to maintain strict deadlines.

Shaik Taz Uddin

Shaik Taz Uddin

Front End Developer

CrazyDevs

L1:Batch-8
L2:Batch-3

Next Level Web Development Course -টি সত্য বলতে আমার ক্যারিয়ারের একটা ট্যানিং পয়েন্ট ছিল। এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিটায় ছিল অসাধারণ। তার সাথে জব প্লেসমেন্ট সার্পোট তো রয়েছেই। আমার ধরণা জব প্লেসমেন্ট সার্পোটই এই কোর্সকে আরো অসাধারণ করেছে।

আপনার Superpower এই টেকনোলজিগুলোর দক্ষতা

JavaScript

Critical Thinking & Problem Solving in JS-এ Arrays, Stack, Queue, Trees, Searching, Sorting-এর মতো জটিল কিন্তু ইম্পরট্যান্ট টপিকগুলো রিয়েল-ওয়ার্ল্ড এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ারভাবে শেখানো হবে। শুধু কোড লিখবেন না, ভেবে কোড করা শিখবেন। ডেভেলপারের Problem-Solving Mindset গড়ে তোলা এই বুটক্যাম্পের প্রথম গোল।

TypeScript

এই মিশনে শুরু করা হবে TypeScript এর বেসিক টাইপস দিয়ে এরপর ধাপে ধাপে অ্যাডভান্সড টাইপস শেখানো হবে, যেমন Union, Intersection, Tuple, Enum, Generics ইত্যাদি। তারপরে আসবে Object-Oriented TypeScript, যেখানে Class, Interface, Inheritance, Encapsulation, Polymorphism এর মত কনসেপ্টস ব্যবহার করে প্রোজেক্টে ইমপ্লিমেন্ট করে দেখানো হবে।

Nodejs & Express

এখানে Node.js এর বেসিক ধারণা দেওয়া হবে যেমন কেন ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে এবং সার্ভার সাইড প্রোগ্রামিংয়ের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ। এরপর Node.js এর কোর মডিউলগুলো (যেমন fs, path, http ইত্যাদি) শিখানো হবে এবং এগুলো কিভাবে প্রোজেক্টে ব্যবহার করতে হয় তা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখানো হবে। Express.js নামের জনপ্রিয় Node.js ফ্রেমওয়ার্ক পরিচয় করিয়ে দেওয়া হবে। কিভাবে সহজে সার্ভার তৈরি করা যায়, রাউট ম্যানেজ করা যায় এবং এপিআই বানানো যায় তা শেখানো হবে।

Next.js

এই মিশনে Next.js শেখানো হবে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত। এরপর থাকছে Next.js Authentication System, যেখানে রিয়েল-ওয়ার্ল্ড প্রোজেক্টে ইউজার লগইন, রেজিস্ট্রেশন এবং সিকিউর অ্যাক্সেস কন্ট্রোল তৈরি করা শেখানো হবে। Latest App Router ব্যবহার করে fast, dynamic, real-time পেজ ক্রিয়েট করা এবং production-ready প্রজেক্ট ডেলিভার করার দক্ষতা অর্জন করবেন।

PostgreSQL & Prisma

এই মিশনে আপনি শিখবেন Relational Database-এর মূল ধারণা, Joins, Normalization টেকনিক এবং Advanced SQL Queries। PostgreSQL-এর অ্যাডভান্সড ফিচারস এবং রিয়েল-ওয়ার্ল্ড কেস স্টাডির মাধ্যমে দেখানো হবে কিভাবে রিয়েল-ওয়ার্ল্ড ডাটাবেস ডিজাইন করা হয়। এরপর Prisma ORM-এর বেসিক ও essential features ব্যবহার করে অ্যাপ তৈরি করা হবে এবং এর functionalities বোঝানো হবে।

Golang

Golang-এর বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে শিখবেন Go-এর অ্যাডভান্সড কনসেপ্টস। শিখবেন Concurrency ও Parallelism, Go Routine, Channel, Defer, Strings, Runes, Runtime এবং Memory Management। এক্সপ্লোর করা হবে Go Framework, এবং সবশেষে শিখবেন অ্যাডভান্স CRUD অপারেশনস, যা আপনাকে রিয়েল-ওয়ার্ল্ড ব্যাকএন্ড ডেভেলপমেন্টে দক্ষ করে তুলবে।

Docker & Nginx

Docker এর বেসিক ধারণা দিয়ে শুরু হবে —ইমেজ, কন্টেইনার, ভলিউম ও নেটওয়ার্ক কিভাবে কাজ করে তা শেখানো হবে। এরপর শিখবেন মাল্টি-কন্টেইনার অ্যাপ্লিকেশন ও Docker Compose দিয়ে অর্কেস্ট্রেশন। পাশাপাশি থাকছে Nginx এর Reverse Proxy এবং Load Balancing টেকনিকস, যা real-world প্রোডাকশন লেভেলের অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্টে কাজে লাগবে।

AWS

Cloud Computing এর বেসিক ধারণা এবং AWS এর S3 ও IAM নিয়ে ডিটেইল গাইড দেওয়া হবে। এরপর থাকছে Linux Essential। তারপর শিখবেন EC2 Essentials, যেখানে AWS দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন Build, Deploy ও Scale করতে হয় তা দেখানো হবে। পাশাপাশি থাকছে NGINX ও EC2 দিয়ে সার্ভার ডিপ্লয়মেন্ট, এবং শেষে শিখবেন GitHub Actions ব্যবহার করে CI/CD

Software Engineering & Testing

শিখবেন Software Engineering-এর ফাউন্ডেশন, SDLC ও Agile পদ্ধতি, Software Design & Architecture, Testing ও Deployment(TDD, CI/CD) পদ্ধতি, এবং শেষে Quality, Maintenance ও Ethics। Testing-এ শিখবেন Unit ও Integration Testing, Mocking টেকনিক, React অ্যাপ টেস্টিং, Debugging এবং Jest ও Supertest দিয়ে REST API টেস্টিং শিখবেন।

কেন Advanced Skills জানা জরুরি

আজকের জব মার্কেটে প্রফেশনাল ডেভেলপারদের শুধু বেসিক স্কিল থাকলেই চলে না। অ্যাডভান্সড স্কিল ছাড়া Interview-এ রিজেক্ট হওয়া এখন common।
Skilled Full-Stack Developer হলে আপনার জন্য National ও International ক্যারিয়ারের সুযোগ তৈরি হবে।

আপনি Advanced Skills না বাড়ালে Competitive জব মার্কেটে পিছিয়ে পড়বেন।

Job-ready স্কিলস না থাকলে National এবং International Placement-এর সুযোগ অনেক কমে যাবে।

Full-Stack AI-Integrated প্রজেক্টের মাধ্যমে আপনি রিয়েল-ওয়ার্ল্ড চ্যালেঞ্জগুলো হ্যান্ডেল করতে শিখবেন।

Advanced skills আপনাকে Industry-ready, flexible এবং in-demand ডেভেলপার হিসেবে গড়ে তুলবে।

আপনার লার্নিং জার্নিতে আমাদের constant support থাকবে

24/7 Group Support

যেকোনো সময় প্রশ্ন বা সমস্যা আমাদের প্রাইভেট গ্রুপে করতে পারবেন। আমরা নিশ্চিত করি আপনার শেখার জার্নি Smooth এবং Uninterrupted হবে।

Regular Support Sessions

৬ দিন, দিনে ২ বেলা—প্র্যাকটিক্যাল গাইডেন্স ও কোডিং এরর সল্ভিং-এর মাধ্যমে শেখার জার্নি হবে সহজ।

15+ Conceptual Sessions

Core concepts স্পষ্টভাবে বোঝার জন্য প্রতিটি মিশনে লাইভ কোডিং সেশনের মাধ্যমে ডিফারেন্ট এংগেল থেকে বোঝানো হয়।

Backlog Sessions

পিছিয়ে পরা স্টুডেন্টদের জন্য Special Bootcamp এরেঞ্জ করা হয়, যাতে Extra Care-এর সাথে ফ্লোতে ব্যাক করে অনতাইমে বুটক্যাম্প শেষ কর যায়।

One-to-One Sessions

স্টুডেন্টদের current progress অনুযায়ী Personal Guidance, Motivation এবং Actionable Suggestions দেওয়া হয়। যাতে confidence-এর সঙ্গে শেখা Implement করতে পারে এবং আগাতে পারে।

Job Placement Sessions

ভালো ভাবে অনটাইমে বুটক্যাম্প ফিনিশ করলে ( প্রতিটি এসাইনমেন্টে ৮০% মার্ক বা বেশি পেলে) স্টুডেন্টরা Job Placement টিমের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। Experienced Mentors আপনাকে job-ready হতে কমপ্লিট guideline দিবে।

বুটক্যাম্প সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর
০১নেক্সট লেভেল বুটক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানতে চাই

নেক্সট লেভেল বুটক্যাম্প একটি Typescript-based Advanced Course, যেখানে ইন্ডাস্ট্রি ডিমান্ড এডভান্সড সব টেকনোলজি শিখানো হয়, যেমনঃ Critical Thinking In JavaScript, Typescript, Nodejs, Express, Golang, Docker, Nginx, DBMS, SQL, PostgreSQL, Prisma, Next.js। পুরো বুটক্যাম্প জুড়ে দুটি Industry-Standard প্রজেক্ট দেখানো হবে যেখানে AI-integration দেখানো হবে একটি প্রজেক্টে। বুটক্যাম্প শেষে থাকবে Redux এর উপর Crash Course। আর যদি নেক্সট লেভেল বুটক্যাম্প ভালোভাবে অনটাইমে ফিনিস করা হয় তাহলে রিওয়ার্ড হিসেবে থাকবে Softech Nexus, একটি প্রিমিয়া্ম জব প্লেসমেন্ট প্রোগ্রাম। যেখানে National এবং International Job Placement করা হয়। আমাদের টোটাল হায়ার্ডের মধ্যে এই পর্যন্ত অলমোস্ট 54% Full Stack Developer / Software Engineer / MERN Developer হিসেবে হায়ার্ড এবং অলমোস্ট 70% Full-time জব পেয়েছে। স্টুডেন্টসরা যেন তাদের ক্যারিয়ারকে আরও একধাপ উপরে নিয়ে যেতে পারে সেজন্য আরও রিওয়ার্ড হিসেবে থাকবে AWS, Testing এবং Software Engineering এর মতো ইন্ডাস্ট্রি ডিমান্ড টেকনোলজির উপর Crash Course।

নেক্সট লেভেল কোর্সে ভর্তি হতে হলে Intermediate লেভেলের React ও JavaScript জানা থাকা প্রয়োজন।

আপনি যদি আমাদের বুটক্যাম্প সময়মতো ফিনিশ করেন, প্রতিটি এসাইনমেন্টে ভালো মার্কস পান, তবে আপনি Softech Nexus রিওয়ার্ড কোর্স যুক্ত হতে পারবে । এই কোর্সটিতে experienced mentors আপনাকে job-ready হতে guide করবেন। আমাদের নেক্সট লেভেল Job placement টিম International এবং National Placement নিয়ে কাজ করে। এই কোর্সটিতে আরও থাকবে English Club, Project Polishing, Mock Interview এবং আরও অনেক গুরুত্বপূর্ণ session-এর মাধ্যমে আপনাকে বেটার ক্যারিয়ারের জন্য প্রস্তুতি করে তুলবে।আমাদের শিক্ষার্থীদের মধ্যে 70% Nationally এবং 30% Internationally সফলভাবে চাকরি পেয়েছেন। আপনিও যদি dedication নিয়ে আমাদের বুতক্যাম্প সম্পূর্ণ করেন, এই সুযোগ আপনারও হতে পারে।

এই টেকনোলজির ফিল্ডে নিজের স্কিল যত আপগ্রেড হবে তত আপনার ডিমান্ড বাড়বে। “নেক্সট লেভেল কোর্স নাকি ফাইট্রন?” এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যদি নেক্সট ৪-৬ মাসের মধ্যে জব লাগবেই এরকম সিচুয়েশন তাহলে নেক্সট লেভেল কোর্স। আর আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে এবং আপনার টার্গেট থাকে ফাউন্ডেশন খুবই স্ট্রং করবেন তাহলে ফাইট্রন।

নেক্সট লেভেল কোর্সে একদিন পরপর মডিউল রিলিজ হয়। সেক্ষেত্রে প্রতিদিন ৩-৪ ঘন্টা বা সপ্তাহে টোটাল ২০+ ঘন্টা সময় দিতে পারলে অনটাইমে ভাল্ভাবে কোর্স শেষ করা পসিবল।

নেক্সট লেভেল কোর্সে একদিন পরপর মডিউল রিলিজ হয়। সেক্ষেত্রে প্রতিদিন ৩-৪ ঘন্টা বা সপ্তাহে টোটাল ২০+ ঘন্টা সময় দিতে পারলে অনটাইমে ভাল্ভাবে কোর্স শেষ করা পসিবল। কোর্সটি এমন ভাবে সাজানো যাতে একজন জব হোল্ডার জবের পাশাপাশি কন্টিনিউ করতে পারে। আপনি যদি ডেইলি একটু কম সময় দেন তাহলে উইকেন্ডে ডেডিকেটেডলি একটু বেশি টাইম দিলে আশা করি কাভার করে ফেলতে পারবেন।

আমাদের লেভেল-২ টিমের ম্যানেজার Mezbaul Abedin Persian ভাই এবং মেন্টর Samin Israr Ravi ভাই , নেপচুন টিমের ফ্রন্টেন্ড ডেভেলপার Mir Hussain ভাই এবং ব্যাকেন্ড ডেভেলপার Mizanur Rahman ভাই, এপোলো এক্সটার্নাল টিমের এর ফ্রন্টেন্ড ডেভেলপার Tanmoy Parvez এবং ব্যাকেন্ড ডেভেলপার Fahim Ahamed Firoz ভাই । তারা সবাই দীর্ঘদিন ধরে ডেভেলপমেন্ট টিমে কাজ করছেন এবং তাদের অভিজ্ঞতা ও দক্ষতায় এই কোর্সটিকে বাংলাদেশের অন্যতম সেরা কোর্সে পরিণত করেছে।এটি বাংলাদেশের প্রথম কোর্স, যা‍ পুরোটাই বর্তমান সময়ের অন্যতম সেরা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ Typescript এর উপর ভিত্তি করে কাভার করা হয়েছে । এছাড়াও এই কোর্সের প্রজেক্ট লিড এবং কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন এপোলো টিমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার Zahid Hasan ভাই, Zahid Rahman ভাই এবং নেপচুন টিমের সফটওয়্যার ইঞ্জিনিয়ার Mridul Das এবং Muktadir Hassan Tamim ভাই । এখানে আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড লেভেলের ২ টি প্রজেক্ট করাই, যা শিক্ষার্থীদের রিয়েল লাইফ প্রজেক্ট করার অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে। তবে রিওয়ার্ড ক্রাশ কোর্স হিসেবে ঝংকার ভাইয়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং-এর একটি বিশেষ কোর্স থাকবে। তবে এটি শুধুমাত্র তাদের জন্য যারা নেক্সট লেভেল কোর্স অন টাইমে বেশ ভালভাবে শেষ করবে।

⚠️ Minimum (Entry-Level) PC Configuration Processor: Intel Core i3 (10th Gen or newer) ✅ RAM: 8 GB (🔁 Close background apps while coding) Storage: 256 GB SSD (🔁 SSD is a must, not HDD) 🔥 Recommended for Smooth Performance Processor: Core i5 (8th Gen+) / Ryzen 5 RAM: 16 GB SSD: 512 GB

গ্রুপ সাপোর্ট: সকাল ১০টা–রাত ১২টা (শনিবার–বৃহস্পতিবার) সাপোর্ট সেশন: বিকেল ৪টা–৬টা & রাত ৯টা–১১টা (শনিবার–বৃহস্পতিবার) শুক্রবার: আপনাদের জন্য রিল্যাক্স ডে, ফ্যামিলি টাইম ও বার্নআউট এড়ানোর জন্য সংরক্ষিত।

আপনার ক্যারিয়ারকে Next Level এ নিতে চাইলে এখনই AI-Driven Fullstack Developer হওয়ার মিশনে যুক্ত হোন।