AI ওয়েব ডেভেলপারদের চাকরি খেয়ে দিবে?
বরং AI ওয়েব ডেভেলপারদের চাহিদা বাড়াবে। কারণ AI ইউজ হয় এমন ওয়েব সাইট আর এপ্লিকেশন এর চাহিদা বাড়বে এবং বর্তমানে যেসব ওয়েবসাইট আছে সেগুলতে AI সিস্টেম যোগ করার দরকার পড়বে। তাছাড়া তুমি যে chatGPT, Gemni এর মতো AI ইউজ করতেছো সেটা কিন্তু ওয়েবসাইট এ গিয়েই ইউজ করতেছো। তাই AI ওয়েব ডেভেলপারের ডিমান্ড কমাবে না বরং বাড়াবে।
নন-সিএসই বা নন-সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা কি ওয়েব ডেভেলপমেন্টে চাকরি বা ইন্টার্নশিপ পাবে?
অবশ্যই পাবে। বর্তমান সময়ে ৬০-৭০% ওয়েব ডেভেলপারের চাকরিতে কোন ব্যাকগ্রাউন্ডের পড়ালেখা করা থাকতে হবে সেটা বলা থাকে না। তাছাড়া প্রোগ্রামিং হিরো এর যেসব স্টুডেন্ট জব/ইন্টার্ন পায় তার ৪০% স্টুডেন্ট নন-সিএসই। তবে তুমি যদি নন-সিএসই ব্যাকগ্রাউন্ড থেকে প্রোগ্রামিং এর জগতে আসতে চাও সেক্ষেত্রে CSE এর স্টুডেন্টদের চাইতে বেশি পরিশ্রম করবে, বেশি হার্ডওয়ার্ক করবে সেই মাইন্ডসেট নিয়ে আসতে হবে।
স্টুডেন্ট থাকা অবস্থায় পড়াশোনার পাশাপাশি চাকরি/ইন্টার্নশিপ করতে পারব?
অবশ্যই করতে পারবে। বিশেষ করে রিমোট যেসব ইন্টার্ন বা জব আছে সেগুলা করা পসিবল। তবে স্টুডেন্ট থাকা অবস্থায় জব/ইন্টার্ন করতে চাইলে একটু মাথায় রাখতে হবে-- কষ্ট করে হলেও ভার্সিটির পড়ালেখা চালিয়ে যেতে হবে। সেটা ঠিক রেখে একটা জব/ইন্টার্ন করতে পারলে তোমার কিছু এক্সপেরিয়েন্স হবে সেটা ফিউচারে কাজে লাগবে।
আপনারা কীভাবে একটি চাকরি/ইন্টার্নশিপের গ্যারান্টি দিতে পারেন?
এখন পর্যন্ত আমাদের যত স্টুডেন্ট জব প্লেসমেন্ট টিমের সাথে মিলে চেষ্টা করে গেছে তাদের সবাই একটি চাকরি বা ইন্টার্নশিপ পেয়েছে। যারা লেগে থেকেছে তাদের একজনও বাদ যায়নি। তাই এই কারণে আমরা বলতে পারি: কোর্স এবং SCIC শেষ করার পর যদি তুমি প্রতিদিন ৬-৮ ঘণ্টা সময় দেয়ার নিশ্চয়তা দিতে পার, তবে আমরা তোমাকে কোর্স শেষ করার ৩-৬ মাসের মধ্যে একটি চাকরি বা ইন্টার্নশিপের গ্যারান্টি দিচ্ছি। বাকি যা আছে কপালে !!
আমি কি পড়ালেখা ও পরীক্ষার পাশাপাশি এই কোর্স শেষ করতে পারব?
তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও, বিশেষ করে তোমার ভার্সিটির জিপিএ যদি ৩.৮ বা তার বেশি হয়, তবে এটি কঠিন হবে। আর তুমি যদি এভারেজ বা কোনরকম টাইপের স্টুডেন্ট হও থালে পড়ালেখার পাশাপাশি আমাদের কোর্স সহজেই শেষ করে ফেলতে পারবে। আর কখনো পরীক্ষার জন্য ২-৩টি অ্যাসাইনমেন্ট দেরিতে জমা দিলেও তুমি SCIC থেকে বাদ পড়বে না। এর পাশাপাশি আমাদের স্টুডেন্ট কেয়ার টিম পরীক্ষার সময় এবং একাডেমিক চাপ সামলাতে তোমাকে রুটিন বানাতে প্লাস গাইডলাইন দিয়ে হেল্প করবে। জাস্ট সোশ্যাল মিডিয়াতে বেশি টাইম নষ্ট করবে না। তাহলেই সম্ভব।
এই কোর্স কাদের জন্য?
যারা একদম শূন্য থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়েব ডেভেলপমেন্ট শিখে তারপর ওয়েব ডেভেলপার হিসেবে কোন একটা কোম্পানিতে চাকরি/ইন্টার্ন করতে চায়, তাদের জন্য। সো, তুমি CSE ব্যাকগ্রাউন্ড বা non-CSE ব্যাকগ্রাউন্ড এর হও না কেন। তুমি যদি সিরিয়াসলি হার্ডওয়ার্ক করে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ক্যারিয়ার শুরু করার চেষ্টা করতে ডিটারমাইন্ড থাকো তাহলে এই কোর্স এ জয়েন করো। 😀
এই কোর্স শুরু করার আগে আমার কী কী পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার?
আমরা যেহেতু একদম শূন্য থেকে শেখাচ্ছি। তাই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আগে থেকে না জানলেও চলবে। তবে বেসিক এই কয়েকটা জিনিস তোমার লাগবে ১. মিনিমাম ছয় মাস থেকে এক বছর ভালোভাবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা। ২. ইন্টারনেট থেকে ইংরেজিতে কোন একটা জিনিস সার্চ দিয়ে কোন কিছু খুঁজে বের করার সামর্থ। ৩. কম্ফোর্টেবলভাবে বেসিক ইংরেজি পড়তে এবং বুঝতে পারার এবিলিটি। ৪. টাইপিং করার সামৰ্থ। মোটামুটি ১৫-৩০ wpm স্পিড এর টাইপিং হলেও শুরু করে দেয়া যায় ৫. হাতে আরো বেশি সময় থাকলে html, css এবং অল্প কিছু জাভাস্ক্রিপ্ট দেখে রাখতে পারো।
কোর্সটি করতে কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে?
এমনভাবে কোর্সটি সাজানো হয়েছে যাতে যে কেউ যেকোন একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এই কোর্সটিতে জয়েন করতে পারে। চাইলে ভার্সিটির স্টুডেন্ট, চাকরিজীবি, বেকার, প্রেমিক, পলাতক প্রেমিক, এমনকি ফোন ধরে না এমন প্রেমিকা সবাই যাতে শিখতে পারে সেজন্য একদম শূন্য থেকে শুরু করা হয়েছে।
কোর্স শেষ করলে কি ইন্টার্ন/চাকরি ১০০% নিশ্চিত?
আমরা কোনভাবেই ইন্টার্ন/চাকরির গ্যারান্টি দিচ্ছি না। তবে আমরা দেখেছি যারা মেইন এবং SCIC সিরিয়াসলি ভালোভাবে ফিনিশ করে তাদের ৭০-৮০% ইন্টার্ন/জব পেয়ে যায়। আমাদের মেইন কোর্স এবং SCIC অনটাইমে ভালোভাবে ফিনিশ করলে জব প্লেসমেন্ট টিম তোমাকে গাইড করবে। তুমি নিজেও এপ্লাই করবে আবার আমাদের ১৭+ জব প্লেসমেন্ট টিম মেম্বার বিভিন্ন কোম্পানিতে তোমার সিভি/রেজুমি ফরওয়ার্ড করবে। সেই কোম্পানি তোমাকে ইন্টারভিউতে ডাকবে কি ডাকবে না সেটা তাদের সিদ্ধান্ত। আবার ইন্টারভিউতে ডাকলে তোমাকে চাকরি দিবে কি দিবে না সেটাও তাদের সিদ্ধান্ত। আমাদের দিক থেকে আমরা এইটুক কমিটমেন্ট করছি-- তুমি যতক্ষণ লেগে থাকবে আমরা ততক্ষন সাপোর্ট এবং গাইড করতেই থাকবো।
চাকরিজীবীরা কি এই কোর্স করতে পারবে?
অবশ্যই করতে পারবে। তুমি যদি ৬-৮ ঘন্টা সময় দিতে পারো। বা কোনদিন সময় একটু কম দিতে পারলেও পরেরদিন বা সাপ্তাহিক ছুটির দিনে পুষিয়ে দিতে পারবে। তাহলে এই কোর্স করতে পারো। আর তোমার সিচুয়েশন যদি হয় যে তুমি ডেইলি ডেইলি ৬-৮ ঘন্টা দিতে পারবে না। সেক্ষেত্রে (যদিও আমরা এইটা রিকমেন্ড করি না।) তারপরেও তুমি চাইলে ডেইলি ডেইলি ৬-৮ ঘন্টা সময় এর কম দিয়ে নিজের মতো করে টুক টুক কোর্স কন্টিনিউ করতে পারবে। তবে খেয়াল রাখতে হবে: মেইন কোর্স অনটাইমে সিরিয়াসলি ভালোভাবে ফিনিশ না করলে তুমি SCIC এবং জব প্লেসমেন্ট টিমের সাপোর্ট পাবে না। এইটা মেনে নিয়ে তুমি চাইলে নিজের মতো করে কোর্স কন্টিনিউ করতে পারবে।
কোর্সের মধ্যে কী কী আছে?
সেটা কোর্স কারিকুলাম দেখলেই বুঝতে পারবে। তবে ছোট করে বললে, বলা যায়: বর্তমান সময়ে একজন সিরিয়াস ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা লাগে, তার সবই আছে এই কোর্সে। একদম ছোট করে বললে ধরো HTML, CSS থেকে শুরু করে bootstrap, JavaScript, Git, ES6, REST API, server, JSON তো আছেই। তার সাথে সাথে আছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি চাকরি যে ফ্রেমওয়ার্ক সেই React, advanced React দিয়ে কমপ্লিট ওয়েবসাইট বানানোর সিস্টেম আছে। বাড়তি হিসেবে আছে node, database (mongodb), debug, problem solving, interview questions সহ আরো অনেক জিনিস। আর পুরা কোর্সে তোমাকে ১১টা ওয়েবসাইট করে দেখানো হবে। আরো ১১টা ওয়েবসাইট থাকবে তোমার হোমওয়ার্ক হিসেবে। এই পুরা জিনিস ভালোভাবে শেষ করতে পারলে, একজন উন্নতমানের জুনিয়র ওয়েব ডেভেলপার না হয়ে উপায় থাকবে না।
এই কোর্স কমপ্লিট করতে কতদিন সময় লাগবে?
তুমি যদি প্রতিদিন ১ থেকে দেড় ঘন্টা ধরে ভিডিও দেখো, তার সাথে সাথে এক্সট্রা ৪ থেকে ৬ ঘন্টা প্রাকটিস করো, তাহলে তোমার ৫ মাসের মতো সময় লাগবে। তবে মাঝে মধ্যে হোমওয়ার্ক আর টেক এওয়ে প্রজেক্ট এর জন্য বাড়তি সময় বরাদ্ধ রাখতে হবে। হার্ডওয়ার্ক করার মেন্টালিটি নিয়ে আসতে হবে। ফাঁকিবাজি বা শর্টকাট করার কোন উপায় নাই।
কোর্সের ভিডিও গুলো কিভাবে পাবো?
কোর্সের ভিডিও গুলো প্রি-রেকর্ড থাকবে। তুমি একাউন্ট খুলে এই কোর্সে এনরোল করলে। ভিডিওগুলো কোর্স শুরু হওয়ার পরে থেকে প্রতিদিন একটা করে মডিউল দেয়া হবে। প্রত্যেকটা মডিউলে সাধরনত ১০ থেকে ১২ টা ভিডিও থাকে। এই ভিডিওগুলো যেদিন রিলিজ দেয়া হয়ে সেই দিনের মধ্যে তোমাকে দেখে ফিনিশ করতে হবে। তাই সেই হিসেবে কোর্সের জন্য প্রতিদিন ডেডিকেটেড সময় রাখতে হবে। এবং সেই সময়ের মধ্যে তুমি চাইলে শুয়ে-বসে, দাঁড়িয়ে-হেলিয়ে, পা দুলিয়ে, কোমর নাচিয়ে, কিংবা খাটের তলায় লুকিয়েও ভিডিও দেখতে পারবে।
আপনাদের কোর্স থেকে কি সবাই চাকরি পায়?
না। ১০০% সবাই চাকরি পায় না। তবে যারা মেইন এবং SCIC অনটাইমে ভালোভাবে ফিনিশ করে তাদের মধ্যে ৭০-৮০% চাকরি বা ইন্টার্ন পেয়ে যায়। বাকি যারা থাকে তাদের কেউ কেউ হয়তো ভার্সিটিতে প্রথম দিকে বা স্কুল কলেজে এবং তারা এখন চাকরি বা ইন্টার্ন খুজতেছে না।
এই কোর্স করার জন্য কি কনফিগারেশন এর ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে?
তুমি চাইলে তো হাই কনফিগারেশন বা অনেক হাই কনফিগারেশন এর ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে পারো। আর ইদানিংকালে ইলেক্ট্রিসিটি মাঝে মধ্যে ঝামেলা করে। তাই সম্ভব হলে ডেস্কটপ এর চাইতে ল্যাপটপ এর কথা চিন্তা করতে পারো। এইখানে আমরা একটা মিনিমাম কনফিগারেশন বলতেছি, যেটা দিয়ে মোটামুটি ভালোভাবে ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ চলার কথা। আর সেটার সাথে 8gb ram হলে ভালো হয়। প্রসেসর মিনিমাম core i3 8th জেনারেশন হলে চলবে আশা করছি। আর i5 বা i7 হলে আরো ভালো। এক্সট্রা ভালো হিসেবে 128gb SSD সাথে থাকলে জমবে ভাল। প্রয়োজন হলে 500 জিবি হার্ডডিস্ক যোগ করা যেতে পারে। এটা প্রয়োজন হয় মাঝে মধ্যে। আমি কয়েকটা মিনিমাম কনফিগারেশন সাজেস্ট করতে পারিঃ ১। Storage- 128gb SSD, Processor- core i3 8th gen, Ram- 8gb ২।Storage- 128gb SSD, Processor- core i5 6th gen, Ram- 8gb ৩। Storage- 256gb SSD, Processor- core i3 5th gen, Ram- 4gb (extended to 8 gb)
কোর্স এ এনরোল করতে সমস্যা হচ্ছে কি করবো?
আমাদেরকে এই ইমেইল এড্রেস web@programming-hero.com এ বিস্তারিত লিখে স্ক্রিনশট সহ ইমেইল করে দাও। আমরা ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়ে দিবো। আর তুমি চাইলে এই ওয়েবসাইট এর নিচে দেয়া ফোন নাম্বারে কল দিয়েও হেল্প চাইতে পারো। তবে এনরোলমেন্ট এর লাস্ট দিনে লাস্ট মোমেন্ট এ হেল্প চেয়ে রিপ্লাই পেতে পেতে যদি এনরোলমেন্ট এর সময় শেষ হয়ে যায়। তাহলে আমাদের কিছুই করার থাকবে না। কারণ এনরোলমেন্ট শেষ হয়ে গেলে “শেষ”। সো, লাস্ট দিনের জন্য অপেক্ষা করো না। আগেই এনরোলমেন্ট সেরে নাও।
এই কোর্সে কি WordPress বা Freelancing সম্পর্কে কিছু আছে?
এই কোর্সে WordPress বা freelancing রিলেটেড সরাসরি কিছু নাই। কারণ, এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে সফটওয়্যার কোম্পানিতে ওয়েব ডেভেলপার বলতে যেটা বুঝানো হয় সেটা হতে চায় তাদের জন্য। এছাড়া এডভান্সড লেভেলে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করতে গেলে HTML, CSS, bootstrap, JavaScript, এমনকি React ও জানতে হয়। সেগুলা এই কোর্স থেকে শিখতে পারবে। তবে freelancing বা WordPress কে এই কোর্স হাইলাইট করা হয়নি।
কোর্স ফলো করতে গিয়ে কোথাও আটকে গেলে কি করবো?
আমরা কোর্সের জন্য একটা সিক্রেট ফেইসবুক গ্রূপ তৈরি করেছি। যেখানে আমি থাকবো, আমাদের ২৭ জন প্রফেশনাল ওয়েব ডেভেলপার থাকবেন, অন্যান্য কাজে আমাদের আরো কয়েকজন টিম মেম্বার আছেন আরো কিছু কাজে গাইড করার জন্য, তোমাকে সাপোর্ট করার জন্য। আমাদের টার্গেট হচ্ছে--১০ ঘন্টার মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর দেয়া। গড়ে ২-৩ ঘন্টার মধ্যে সব উত্তর পেয়ে যাবে। তাছাড়া কোডের ভিতরের প্রবলেম সলভ করতে না পারলে (শুক্রবার বাদে) প্রতিদিন তিনবেলা স্ক্রিনশেয়ার করে তোমার প্রবলেম সলভ করতে পারবে। আর কি লাগে? 😉
অফলাইনে ভিডিও কিভাবে দেখবো?
কোর্স শুরু হয়ে গেলে আমরা ওরিয়েন্টেশনে ভিডিওতে দেখিয়ে দিবো। কিভাবে আমাদের অফলাইন মোবাইল এপ (এন্ড্রয়েড এবং আইফোন) এবং ডেস্কটপ এপ এ তুমি অফলাইনে ভিডিও দেখতে পারবে।
এইগুলা ছাড়াও আমার আরো একটা প্রশ্ন আছে। সেটা কোথায় জিজ্ঞেস করবো?
কোন টেনশন নাই। তোমার যত প্রশ্ন আছে সেগুলা মনের মাধুরী মিশিয়ে web@programming-hero.com এ পাঠিয়ে দাও। আমরা ২৪ ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়ে দিবো।